প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির একান্ত বৈঠক
- আপডেট সময় : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ভারতের হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির একান্ত বৈঠকে করেছেন।দুপুর সাড়ে ১২টার দিকে এই বৈঠক হয়। পরে দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়। সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়। এর আগে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় ৯টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যার্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান নরেন্দ্র মোদি। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত।
এরপর শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে ভারতের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল। গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ভারতের প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীও নরেদ্র মোদির সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁর সফরসঙ্গীদের।
এরপর দিল্লীর রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ভারতের মহান নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সমাধিতে ছড়িয়ে দেন ফুলের পাপড়ি। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা।
এরআগে শুক্রবার বিকেলে নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।