প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারারাত ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে খোঁজ রেখেছেন: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ১৬৭২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারারাত ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে খোঁজ রেখেছেন। আবহাওয়া অনুকূলে এলে শিগগিরই প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে যাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি। নগদ অর্থ প্রদানের ব্যবস্থা, জলচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনঃস্থাপন দ্রুততার সাথে করা হচ্ছে। নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে আহ্বান জানান৷ বিএনপি মানুষের দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটোসেশন করে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। মানবিক কোন কাজ বিএনপি করে না জনিয়ে তিনি বলেন বিএনপির সাথে নীতিগত অনেক পার্থক্য রয়েছে আওয়ামী লীগের।