অগ্নিসন্ত্রাস হলে জনগণ ছাড় দেবে না : শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৯৫৭ বার পড়া হয়েছে
দেশের গণতন্ত্র অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার লন্ডনে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের কথা জনগণ ভোলেনি। আর কোনো অগ্নিসন্ত্রাস হলে জনগণ ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে, যুক্তরাজ্যে বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দল- এপিপিজি সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনে তাজ হোটেলে সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ক এপিপিজির চেয়ারপার্সন এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এপিপিজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রয়োজনীয় সব সংস্কার করা হয়েছে।