প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
- আপডেট সময় : ০২:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯০৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ফ্রান্সের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন তা নতুন মাত্রায় উন্নীত হলো। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
প্রধানমন্ত্রী কার্যালয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। শুরুতেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ঢাকায় সফররত ফ্রান্সের প্রতিনিধিদলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ম্যাক্রোঁর সঙ্গে সার্বিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে, বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যকার এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যেকার সম্পর্ক নতুন দিগন্তের উন্মোচন করবে উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আগামী বছরগুলোতে বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে কাজ করবে ফ্রান্স।
এর আগেম সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছালে ফরাসি এই অতিথি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহেনাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা। শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন ফ্রান্সের প্রেসিডেন্ট। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। এরপর সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন।