প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় দেশের ইমাম সমাজের কথা ভেবে আর্থিক অনুদানের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
সকালে সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে ৩৫১ জন ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ২৯ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণকালে একথা বলেন তিনি । এ সময় আরো উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুল অর রশিদসহ অনেকে।