প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক বিকেলে
- আপডেট সময় : ০১:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বৈঠক করবেন চা বাগান মালিকরা। বিকেল ৪টায় গণভবনে বসবেন তারা। এই বৈঠক থেকে মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার আশায় আছেন আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তারাও নানান আশ্বাসেও কাজে ফেরেনি তারা। সকাল থেকে কর্মবিরতি পালন করছেন মৌলভীবাজারের বেশিরভাগ চা শ্রমিক।
হবিগঞ্জের চা বাগানগুলোতেও একই চিত্র। চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাবেও রাজী হননি তারা। ধর্মঘটের ১৯তম দিনেও নিজেদের দাবিতে অনড় দেশের চা-শ্রমিকরা। ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে শুরু হয় শ্রমিক আন্দোলন।
হবিগঞ্জের ২৪টি বাগানে ১৯ দিনের কর্মবিরতিতে বিপাকে পড়েছেন সাধারণ চা শ্রমিকরা। কাজ না থাকায় মিলছে না মজুরি ও রেশন। অনেকের ঘরেই এখন খাবারের সংকট। এ অবস্থায় সুষ্ঠু সমাধানে দ্রুতই কাজে ফিরতে চান সাধারণ শ্রমিকরা। আর নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর বৈঠকের পর ভালো সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা সবার।
গত ৯ আগস্ট ১২০ থেকে ৩০০ টাকা মজুরী বৃদ্ধির দাবীতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা। এরপর থেকে দাবী আদায়ের জন্য প্রতিদিনই বাগানগুলোতে মিছিল, বিক্ষোভ সমাবেশ করে আসছে শ্রমিকরা।
কয়েকবার ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করে তারা। সমাধানের লক্ষ্যে কয়েক দফা বৈঠক করেন জেলা প্রশাসন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখেন শ্রমিকরা।তবে, দীর্ঘদিন ধরে আন্দোলনের ফলে বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকরা। মজুরি ও রেশন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।
প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের উপরই ভরসা করছেন শ্রমিক নেতারা।
প্রধানমন্ত্রীর কাছে ২০ দফা দাবিসহ লিখিত আকারে শ্রমিকদের দাবী পৌঁছে দেয়ার কথঅ জানান শ্রমিক নেতা।