প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক
- আপডেট সময় : ০১:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন বাংলাদেশ সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে দু’ সরকার প্রধানের উপস্থিতিতে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করা হয়। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া ১০টায় রাজধানীর তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটোসেশনে অংশ নেন তারা। পরে চামেলি হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম। এসময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইরান-ইসরাইল সংঘাতের ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতিসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে কাতারের আমির শেখ তামিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে
১০টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করা হয়।
এরমধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি, সাগর পথে পরিবহণ সংক্রান্ত চুক্তি, পারস্পরিক উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, বন্দিবিনিময় চুক্তি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি আর শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাত, যুব ও ক্রীড়া এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন কাতারের আমির শেখ তামিম। সফর শেষে বিকেলে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।