প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে আল্টিমেটাম কোটা বিরোধী আন্দোলনকারীদের
- আপডেট সময় : ১২:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৯৬৯ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অপমানজনক’ বলে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলছে তাদের বিক্ষোভ সমাবেশ। এদিকে, কোটা সংস্কার নিয়ে একদফা দাবির স্মারকলিপি জমা দেয়ার ২৪ ঘন্টা পার হতে চলেছে। এখনো দৃশ্যমান কোন পদক্ষেপ সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি।
কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন হল থেকে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ১১টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। তাদের সাথে যোগ দেয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, শামসুন্নাহার হল ও রোকেয়া হলের ছাত্রীরা। পরে রাজু ভাস্কর্যের সামনে অবস্থা নিয়ে রাত দেড়টা পর্যন্ত স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।