প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। রোববার (১০ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৫ সাল থেকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে কাজ করছিলেন তিনি। ২০২২ সালের ১৯ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে আরও দুইবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান ইহসানুল করিম।
এর আগে, রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানসম্পাদকও ছিলেন।