প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে আ’লীগের প্রস্তাব নাকচ, কিন্তু কেন?
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সংবর্ধনা জানাবে লন্ডন প্রবাসীরা। এর আগে প্রবাসী এনআইডি ও ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনের কথা রয়েছে। সফর শেষে আগামী বুধবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। এদিকে, দেশের ফেরার দিন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে আওয়ামী লীগের প্রস্তাব নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা। জনদুর্ভোগ কমাতে তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়েন সরকার প্রধান।