বিনোদন প্রতিবেদক : শিরিন শিলা অভিনীত ‘ভালোবাসি তোমায়’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে মঙ্গলবার। রাজধানীর ৩০০ ফিটে অবস্থিত ডাক্তার বাড়ী শুটিং হাউজে ২১ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হয়। শীঘ্রই দ্বিতীয় লটের শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।
‘ভালোবাসি তোমায়’ ছবিতে শিরিন শিলার বিপরীতে অভিনয় করছেন কায়েস আরজু। ড. মাহফুজুর রহমানের মুল পরিকল্পনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এ সিনেমার সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন আনোয়ার শিকদার। আর সিনেমাটির কাহিনি লিখেছেন আবুল হোসেন মজুমদার।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ‘বর্তমানে সিনেমার দারুণ সময় যাচ্ছে। আমাদের সিনেমার ক্রান্তিকাল কাটিয়ে এখন ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। আমিও এখন বেছে বেছে কাজ করছি। এই সিনেমার গল্পটি ভালো। দর্শকরা প্রথমবার পর্দায় আমাদের রোমান্স দেখবে। আশা করছি, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘সিনেমাটির গল্প অসাধারণ। তিরাশিয়ানদের একটি নিটোল প্রেমের গল্প। আমার চরিত্রটি মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শকদের কাছে সিনেমাটি ভালো লাগবে।’
আরজু-শিরিন ছাড়াও বিভিন্ন চরিত্রের অভিনয় করবেন নাদের চৌধুরী, বড়দা মিঠু, শফিক খান দিলু, রেবেকা, জ্যাকি আলমগীর, ফাইয়াজ আহমেদ ববি, সাহেলা, অঞ্জলী রায়, সরল হাসমত, সাইফুল ইসলাম, সাথীমনি, সাথী ইসলাম, বরিশাইল্যা বাদল প্রমুখ।