প্রথম ধাপে ১৪১ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ কাল
- আপডেট সময় : ০৫:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
প্রথম ধাপের ১৪১ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কাল। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কেন্দ্রে-কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় আইনশৃঙ্খলাবাহিনীসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ২৩৯ কেন্দ্রে ভোটার সংখ্যা ৭ লাখ ৪৫ হাজার ৪৬৭। নির্বাচন কেন্দ্র করে সব প্রস্তুতি নেয়ার কথা জানান, জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম।বরিশালের ১০ উপজেলার মধ্যে-সদর ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। সদরের ১০ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। কেন্দ্র ৬৮টি। এছাড়া বাকেরগঞ্জের ১৪ ইউনিয়নে ২ লাখ ৯৫ হাজার ভোটারের জন্য কেন্দ্র ১১৩টি। নির্বাচনী সামগ্রী নিয়ে স্ব-স্ব কেন্দ্রে যাচ্ছে প্রিজাইডিং কর্মকর্তারা।প্রথম ধাপে গাজীপুর সদর, কাপাসিয়া ও কালীগঞ্জে উপজেলায় নির্বাচন হবে। ইতোমধ্যেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার ভোরে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। তিন উপজেলায় ভোট কেন্দ্র ২৫৮। পুলিশ ও আনসার সদস্যদের পাহাড়ায় নওগাঁর ৩ উপজেলার ১ হাজার ৪০৭টি কেন্দ্রে যাচ্চে নির্বাচনী সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় নির্বাচনের সরঞ্জাম পাঠানো হচ্ছে ১০৯টি কেন্দ্রে।পঞ্চগড় সদর উপজেলার সব ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। কার্যক্রম শুরু করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল। ফরিদপুর সদর, মধুখালী এবং চরভদ্রাসন উপজেলার সব ভোট কেন্দ্রে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম।এদিকে..মাদারীপুরে সদর ও রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনের সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। ফলে বাড়তি নিরাপত্তা বলায় তৈরী করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন কর্মকর্তারা। ইতোমধ্যে ৩৯০টি ভোট কেন্দ্রে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, চুয়াডাঙ্গার বিভিন্ন ভোট কেন্দ্রেও নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।