প্রথমবার টেস্ট দলে ডাক পেয়ে রোমাঞ্চিত পেসার মুশফিক হাসান
- আপডেট সময় : ০৯:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৯৪১ বার পড়া হয়েছে
প্রথমবার টেস্ট দলে ডাক পেয়ে রোমাঞ্চিত পেসার মুশফিক হাসান। একাদশে সুযোগ পেলে দিতে চান আস্থার প্রতিদান। সতীর্থদের সান্নিধ্যে অনুপ্রাণিত তরুণ এই ক্রিকেটার। আইকন হিসেবে মনে লালন করেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে। এদিকে, টেস্ট দলে না থাকলেও মিরপুরে অনুশীলন করেছেন সাকিব আল হাসান।
স্বপ্নের ডেরায় জীবনের অন্যতম প্রাপ্তির মুহুর্তগুলো জানাচ্ছিলেন পেসার মুশফিক হাসান।
টেস্ট দলে ডাক পাওয়ার পর প্রথমবার অনুশীলন। সাকিবের সান্নিধ্য, কোচের অভিনন্দন। সবই স্মরণীয় হয়ে থাকবে মুশফিকের জীবনে।
ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়েছেন মুশফিক হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ৪৯ উইকেট শিকারে নজর কেড়েছে নির্বাচকদের।
বুকে লালন করেন আফ্রিকান পেসার কাগিসো কাগিসো রাবাদাকে। তবে, স্বপ্ন পূরণে বাধা অনেক– সেটা ভালো করেই জানেন তরুণ এই ক্রিকেটার। তারপরও নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী মুশফিক হাসান।
এদিকে, মিরপুরে আবারও সাকিব আল হাসান চমক। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট স্কোয়াডে না থাকার পরও হোম অব ক্রিকেটে অনুশীলন করেছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়। ওজন কমিয়ে ফিট হয়ে ওঠার চেষ্টায় সুপার সাকিব।