আফগানিস্তানে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ইউরোপে পশ্চিমাদের সঙ্গে বৈঠক করছে তালেবানরা।
রোববার নরওয়ের রাজধানী অসলোতে তিনদিনের আলোচনা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। আফগানিস্তানে চলমান মানবিক বিপর্যয়, মানবাধিকার সংকট ও ত্রাণ ইস্যু নিয়ে কথা বলবে গোষ্ঠীটি। তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো অর্থের যোগান বন্ধ করে দেয় আফগানিস্তানে। এতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে দেশটি। ধসে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা।