প্রতিবেশী দেশ থেকে জলবিদ্যুৎ কেনার ব্যবস্থা হচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বৈশ্বিক সংকট মোকাবিলায় খাদ্য নিরাপত্তা বাড়াতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিএস প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী….নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও আত্মমর্যাদার কথা মাথায় রেখে কাজ করার আহ্বান জানান। এছাড়া, প্রতিবেশী দেশ থেকে জলবিদ্যুৎ কেনার কথা সরকার ভাবছে বলেও জানান প্রধানমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবায় উৎসর্গ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তনে সরকারী কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।
চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশের খাদ্য নিরাপত্তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সকলকে কাজ করার আহ্বান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যুত ঘাটতির সমাধানে প্রতিবেশী দেশ থেকে জলবিদ্যুৎ কেনার কথা সরকার ভাবছে বলেও জানান প্রধানমন্ত্রী।