সাড়ে ১০ হাজার প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিতে অর্থমন্ত্রণালয়ের কাছে অনুমোদন চাওয়া হয়েছে বলে জানালেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। আগারগাঁওয়ে বিসিসি’র উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য আয়োজিত চাকরি মেলায় এ কথা বলেন তিনি। কর্মসংস্থানের জায়গা তৈরি হওয়ার আনন্দিত মেলায় অংশ নেয়া প্রতিবন্ধী ব্যক্তিরা। নিজেদের সক্ষমতা দেখাতে যে কোন কাজে অংশ গ্রহণ করতেও প্রস্তুত তারা।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা। আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি সিএসআইডি।
মর্যাদাপূর্ণ জীবিকা ও কর্মসংস্থান দিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক ছাদের নিচে ৫৪টি প্রতিষ্ঠান সমবেত হয়।
মেলায় অংশগ্রহণ করে তারা জানান, নিজেদের মতো করে একটা কাজ হবে, আর তারা হবেন সাবলম্বী এই প্রত্যয় নিয়েই তাদের এখানে আসা।
আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর অফিস ভবনে অনুষ্ঠিত এই মেলায় উদ্বোধন করে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের অর্থনীতিকে এগিয়ে নিতে সর্বস্তরের সম্বনিত চেষ্টা প্রয়োজন।
প্রতিবন্ধীদের বিশেষ কোটা ব্যবস্থা বহাল থাকবে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।