প্রতারকের ফাঁদে এবার খোদ আইনশৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
প্রতারকের ফাঁদে এবার খোদ আইনশৃঙ্খলা বাহিনীই। সংসদ সদস্য পরিচয়ে নির্দিষ্ট জায়গায় যেতে বলতেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য পরিচয় দেওয়া জাকির। সর্বশেষ গত ২৯ ও ৩০ জানুয়ারি ডিবিতে ফোন দিয়ে রাজধানীর একটি হোটেলে মাদক আছে মর্মে তথ্য জানিয়ে অভিযানে করার অনুরোধ করে সে। ডিবি টিম পাঠালে সেখানে তেমন কিছু না পাওয়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে যাচাই-বাছাই করতে গিয়ে বেড়িয়ে আসে দুঃসাহসী এ প্রতারকের পরিচয়। এমপি ও মন্ত্রী পরিচয়ে ফোন আসলে তা যাচাইবাছাই করার নির্দেশ দিয়েছে গোয়েন্দা পুলিশ।
অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর নেয়া সব পদক্ষেপকে বৃদ্ধাঙ্গালী দেখিয়ে তামাশা করে অপরিচিত এক যুবক।
গেলো ২৯ তারিখের কথোপকথোনে রেকর্ড এটি । ডিবি কার্যালয়ে মিটিংয়ে থাকা অবস্থায় ডিএমপির গোয়ান্দা বিভাগের উপকমশিনার মশিউর রহামানের কাছে কলটি আসে। তবে, অনেক খোঁজাখুজির পরও সেখানে কোনো মাদকের সন্ধান মেলেনি। শুধু তাই নয় কন্ঠ পরিবর্তন করে নারীদের কাছ থেকেও হাতিয়ে নিয়েছে অর্থকড়িও।
এ ঘটনায় গোয়ন্দাদের সন্দেহ হয়। শুরু হয় তদন্ত। পরে বের হয়ে আসে এ দুঃসাহসীক প্রতারক কোনো সংসদ সদস্য নয়। নিজের স্বার্থ আদায়ে দেশের বিভিন্ন থানায় ফোন দিয়ে এমপি পরিচয় দেন তিনি। নির্দিষ্ট ব্যক্তিকে হয়রানী তার উদ্দেশ্য।
পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী এ প্রতারকের জন্ম মৌলভীবাজারে। ডিবি বলছে, তার কাছ থেকে একাধিক মোবাইল সিম উদ্ধার করা হয়েছে। ।
এ প্রতারকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না -সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।