প্রজন্ম হোক সমতার, সব নারীর অধিকার’ প্রতিপাদ্যে সারাদেশে নারী দিবস পালিত
- আপডেট সময় : ০৬:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আজ আন্তর্জাতিক নারী দিবস। ‘প্রজন্ম হোক সমতার, সব নারীর অধিকার’ প্রতিপাদ্যে সারাদেশে পালন করা হচ্ছে দিবসটি। এউপলক্ষে বিভিন্ন স্থানে বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।
খুলনায় পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে বেলা ১১টার দিকে নিউমার্কেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পাবলিক হল চত্বরে গিয়ে শেষ হয়। চত্বরে আলোচনা সভা ও চার দিনব্যাপী মেলা উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
বরিশাল নগরীর টাউন হলের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয় স্থানীয় টাউন হলে।
ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়।
সকাল সাড়ে ১১টায় ভৈরবে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও নবাবগঞ্জ পৌরসভার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসে নগরীর টাউনহল প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। মেহেরপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একডেমির সামনে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরার তালা উপজেলা মহিলা অধিদপ্তরের আলয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া, শেরপুর, গাইবান্ধা, কুড়গ্রাম এবং নাটোরসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।