প্রখ্যাত সংগীত পরিচালক ও সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
- আপডেট সময় : ০১:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক ও সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই। গতকাল মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭০ থেকে ৮০-র দশকের হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ী। ‘ডিস্কো ডান্সার’, ‘চ্যালতে চ্যালতে’, ‘শরাবি’ মতো বিখ্যাত গানে সুর দিয়েছেন তিনি। গেয়েছেন একাধিক গান। বাংলা গানেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। অমরসংগী সিনেমার ‘চিরদিনই তুমি যে তোমার…’ গানটি তারই সাক্ষ্য বহন করে।
২০১১ সালে ডার্টি পিকচার ছবির সংগীত পরিচালনায় নিজের স্বকীয়তা আরেকবার জানান দেন বাপ্পী লাহিড়ী। ছবিতে তার এবং শ্রেয়া ঘোষালের দৈতকণ্ঠে গাওয়া উ.. লালা..গানটিই ডার্টি পিকচারের বাম্পার সাফল্য এনে দেয়। এটিই ছিলো বাপ্পী লাহিড়ীর গাওয়া শেষ গান। সর্বশেষ বাঘি- ৩ সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী— দু’জনেই ছিলেন সংগীত জগতের মানুষ। তাদের কাছেই প্রথম গানের তালিম পান বাপ্পী লাহিড়ী।
এর আগে গতকাল মারা যান বাংলা গানের আরেক কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সংগীত থেকে চলচ্চিত্রের গান, আধুনিক গানের অ্যালবাম-সব মিলিয়ে তাঁর কাজের পরিধি অনেক। তিনি হাজারেরও বেশি গান করেছেন বাংলা সিনেমার জন্য।
গত ৬ ফেব্রুয়ারির ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকার। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাসহ বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই ছিলেন।