প্রকৌশলী আশরাফুল আলম ও তার স্ত্রী’র দুর্নীতি অনুসন্ধানে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সাবেক গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও তার স্ত্রী সাবিনা আলমের দুর্নীতি অনুসন্ধানে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ হাইকোর্ট। দুপুরে বিচারপতি মনজুরুল ইসলাম তালুকদার হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
এর আগে দুর্নীতি দমন কমিশন-দুদক আশরাফুল ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে। অনুসন্ধানে দুদক কোন প্রমাণ না পাওয়ায় সম্প্রতি একটি দৈনিক পত্রিকা সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে দুদক। ওই রিটের শুনানিতে দুপুরে বিচারপতি মনজুরুল ইসলাম তালুকদারের আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করে আবার তদন্তের নির্দেশ দেন। এছাড়া সংবাদ প্রকাশে দুদকের ভাবমূর্তি ক্ষুন্ন হলে প্রেস কাউন্সিলে অভিযোগ করার পরামর্শ দেয় আদালত।