প্রকাশ হলো এপিরাসের নতুন গান ‘হতে চাই’
- আপডেট সময় : ০৫:৪৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
এপিরাস, যার পেছনে আছেন দুই ভাই শেখ সাইমি মাহমুদ ও শেখ শফি মাহমুদ, নিয়ে এসেছে তাদের নতুন গান ‘হতে চাই’। যা এখন শুনতে পারবেন সবপ্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এই গানে মুত্তাকী হাসিবের হৃদয়ছোঁয়া কণ্ঠস্বর আর এপিরাসের অভিনব সুর ও সংগীত প্রযোজনার ফিউশন এক অনন্য মাত্রাপেয়েছে। বাংলা পপ এবং ফিউশন সঙ্গীতের মিশেলে এপিরাসের স্বতন্ত্র সৃষ্টিশীলতা তাদের গানে স্পষ্ট।
এপিরাসের সুর এবং প্রযোজনায় নির্মিত ‘হতে চাই’ গানটি তাহজীব নুরুল মোমেনের লেখা হৃদয়গ্রাহী গীতির মাধ্যমে প্রকাশ পেয়েছে। গানটি আধুনিকবাংলা ফিউশন সাউন্ড ও সমকালীন রিদমের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে, যা বিশ্বজুড়ে শ্রোতাদের মন কাড়তে বাধ্য। এপিরাস তাদের নতুন প্রজন্মেরসাউন্ডস্কেপ ব্যবহার করে নতুন ধাঁচের গানের মাধ্যমে আবারও তাদের অভিনবতা প্রমাণ করেছে, যেখানে মুত্তাকী হাসিবের শক্তিশালী কণ্ঠস্বর পুরোগানটিকে আলাদা মাত্রায় নিয়ে গেছে।
মুত্তাকী হাসিব তার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘হতে চাই’ গান টা নিয়ে এপিরাস এর সাথে কাজ করা টা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি এক্সপেরিয়েন্সছিলো। এই ধরনের ঘরানা তে আমার আগে কখনও কাজ করা হয়নি। এরকম একটা নিউ জেনারেশন মিউজিক অ্যারেঞ্জমেন্ট এর সাথে আমি আমাকেএবং আমার ভয়েস কে নতুনভাবে আবিষ্কার করেছি যেটা এপিরাস এর জন্য সম্ভব হয়েছে। আমি বিশ্বাস করি ‘হতে চাই‘ এর মত গান এবং নিউ জেনসাউন্ড বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি কে নতুন ভাবে প্রভাবিত করবে। ধন্যবাদ ও ভালবাসা এপিরাস শাফি এবং সামি কে।’
‘হতে চাই’ গানের মিউজিক ভিডিওটি আবদুল্লাহ হৃদয়ের পরিচালনায় তৈরি হয়েছে। ভিডিওতে রঙিন এবং প্রাণবন্ত পরিবেশনা ও নান্দনিক ভিজ্যুয়ালেরমাধ্যমে গানের আবেগকে জীবন্ত করা হয়েছে। মাদ ফিল্মস এর প্রযোজনায় এই ভিডিওতে অভিনয় করেছেন একদল দক্ষ মডেল ও পারফর্মার, যা পুরোগানের শক্তি ও উচ্ছ্বাসকে আরও গভীরভাবে প্রকাশ করেছে।
গানটি নিয়ে শেখ সাইমি মাহমুদ ও শেখ শফি মাহমুদ বলেন, ‘আমরা আমাদের সঙ্গীতের মাধ্যমে সবসময় নতুন কিছু করার চেষ্টা করি, আর ‘হতে চাই’ওএর ব্যতিক্রম নয়। হাসিব ভাইয়ের সাথে কাজ করা গানে একটা নতুন মাত্রা যোগ করেছে।
এই গানটি বাংলাদেশি সঙ্গীত দৃশ্যপটের চলমান প্রবণতা থেকে আলাদা, এবং আমরা যেভাবে এটি তৈরি করেছি, তা নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। আমরাবিভিন্ন ঘরানায় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, আর এটি তার আরেকটি উদাহরণ। প্রতি সপ্তাহে নতুন গান উপহার দিতে পারছি, আর আমাদেরশ্রোতাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে।’
এপিরাস তাদের সংগীতের বৈচিত্র্যপূর্ণ পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে শ্রোতাদের কাছে ‘হতে চাই’ গানটি পৌঁছে দিতে উদগ্রীব। এই আধুনিক বাংলা ফিউশনগানটি তাদের শ্রোতাদের মন ছুঁয়ে যাবে নিশ্চিতভাবে।