এবারের বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশের ৫০ বছরের অর্জনগুলো তুলে ধরা হবে। মঙ্গলবার এরই মহড়া অনুষ্ঠিত হয়ে গেলো। বিজয়ের সুবর্ণজয়ন্তীর কুচকাওয়াজে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতসহ পাঁচটি দেশের প্রতিরক্ষাবাহিনী অংশ নিচ্ছে। থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষ প্রদর্শনী।
১৬ ডিসেম্বর ২০২১, বিজয়ের ৫০ বছর। দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে নানা আনুষ্ঠানিকতার তোড়জোড়। এবার জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দসহ বিদেশি অতিথিরা।
চলছে শেষ মুহুর্তের মহড়া। মঙ্গলবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন থেকে শুরু করে পুরো অনুষ্ঠানের মহড়া হলো।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্যারেডের পাশাপাশি বৈমানিকদের কসরত, প্যারাসুট জাম্পসহ রয়েছে নানা আয়োজন। বিশেষ কুচকাওয়াজে অংশ নিচ্ছে ভারত, রাশিয়া, ভুটান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ৫টি দল।
এছাড়াও, ৫০ বছরে বাংলাদেশের সবক্ষেত্রের অগ্রগতি তুলে ধরা হবে এই প্যারেড অনুষ্ঠানে।
মন্ত্রী বলেন, বিজয়ের এই লগ্নে বাংলাদেশ আরও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সেই বার্তাই দেয়া হবে সবাইকে।