প্যারাগুয়ের সাথে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের কোয়ালিফায়ারে প্যারাগুয়ের সাথে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।
ঘরের মাঠে দাপট নিয়েই শুরু থেকে খেলছিল আর্জেন্টিনা। কিন্তু ২১ মিনিটেই বাধে বিপত্তি। নিকোলাস ওতামেন্দির ভুলে পেনাল্টি পায় প্যারাগুয়ে। স্পট কিকে দলকে এগিয়ে নেন আনাহেল রোমেরো। তবে, খেলার প্রথমার্ধেই সমতায় ফিরেছে স্কালোনির দল। ৪১ মিনিটে কর্নার কিক থেকে হেডে গোল করেছেন নিকোলাস গনজালেস। দ্বিতীয়ার্ধেও অনেকগুলো সুযোগ তৈরি করেছে আর্জেন্টিনা। কিন্তু বারবারই ফিনিসিংয়ের ব্যবর্থতায় আর লিড নিতে পারেনি মেসি-ডি মারিয়ারা। পুরো ম্যাচে ৭৯ শতাংশ বলের দখল রেখেও পয়েন্ট হারাতে হয়েছে আর্জেন্টিনার।