পৌরসভা নির্বাচনে অংশগ্রহনে বিএনপির সিদ্ধান্ত ১২ নভেম্বরঃ দুলু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১২ নভেম্বর সিদ্ধান্ত নেয়া হবে, বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনসহ সব নির্বাচনে যাবে কি যাবে না।
সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ উপ নির্বাচনে ছোনগাছায় নির্ধারিত নির্বাচনী সমাবেশে আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে সকালে রায়গঞ্জ-তাড়াশ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এএসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দুলু আরো বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষায় নিবাচনে অংশ নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিজেরা সন্ত্রসী রাজত্ব কায়েম করে প্রতিপক্ষকে মাঠ ছাড়া ঘর ছাড়া করছে।