পোশাক খাতের অস্থিরতায় উদ্বিগ্ন ক্রেতারা নতুন করে অর্ডার দিচ্ছে না : বিজিএমই
- আপডেট সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
পোশাক খাতের অস্থিরতায় ক্রেতারা উদ্বিগ্ন থাকায় নতুন করে অর্ডার দিচ্ছে না বলে জানিয়েছে বিজিএমইএ। রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজএমইএ সভাপতি। তিনি আরো জানান শ্রমিক আন্দোলনের সুযোগে তৈরি পোশাক কারখানায় কিশোর গ্যাং দিয়ে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বলে দাবি করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন-সংগ্রাম করে চলেছে গার্মেন্টস শ্রমিকরা। এরই প্রেক্ষিতে ৭ নভেম্বর সরকার গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্তের আলোকে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষনা করা হয়। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে বিজিএমইএ নেতারা বলেন,শ্রমিক আন্দোলনের ঘটনায় ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
সংগঠনের সভাপতি জানান, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন গার্মেন্টস মালিকদের জন্য কঠিন। তিনি শ্রমিকদের আন্দোলন অযৌক্তিক বলেও মন্তব্য করেন। চলমান বৈশ্বিক চাপের মধ্যে এ শিল্পকে নিয়ে শুরু হয়েছে নানা অপতৎপরতা। সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে ফারুক হাসান বলেন, শ্রমিকরা শান্ত হলে, কারখানা খুলে দেওয়া হবে।