কেউ যেন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফায়দা লুটতে না পারে সেজন্য পেশাদার প্রকৃত সাংবাদিকদের ডাটাবেজ তৈরীর কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক জহুর আহমেদ চৌধুরীর জন্মশতবার্ষিকী ও প্রকাশনা উৎসবে একথা জানান তিনি। বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা।এই পেশায় জড়িত প্রকৃত সাংবাদিকদের ডিজিটাল ডাটাবেজ তৈরী করে রেজিষ্ট্রেশন নাম্বার দেয়া হবে। সেই নম্বরেই চেনা যাবে প্রকৃত সাংবাদিক। তিনি জানান, নিবন্ধন ছাড়া বিভিন্ন অনলাইনের নামে একদল লোক সংবাদ সংগ্রহ করছে, যা প্রকৃত সাংবাদিকতায় বিশৃংখলা সৃষ্টি করছে। অনুষ্ঠানে, বিশেষ অতিথি- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, এখন সময় ডিজিটাল প্রযুক্তির। তাই অপসাংবাদিকতা রোধে প্রযুক্তির ব্যবহার জরুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।