পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৬১৬ বার পড়া হয়েছে
অযাচিতভাবে পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উর্ধ্বমুখী পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে আমদানিকারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই হুশিয়ারি জানান তিনি। তিনি বলেন, ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করলেও সহজশর্তে আমদানীসহ সরকারের নানামুখি পদক্ষেপে বাজারে এখন পর্যাপ্ত পেয়াজের মজুদ রয়েছে।
এদিকে, গেল ২৯ সেপ্টেম্বরের আগে খোলা এলসি’র ৫শ’ টন পেঁয়াজ ভারতে এখনও আটকে আছে বলে জানিয়েছেন হিলির আমদানিকারকরা । এছাড়া গেল ২৯ সেপ্টেম্বর খোলা এলসির আরও সাড়ে ৩ হাজার টন পেঁয়াজের বিষয়েও কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি।