পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে
- আপডেট সময় : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পেঁয়াজ সংকটের সুযোগ লুফে নিচ্ছে অসাধু ব্যবসায়ী ও অতিরিক্ত মুনাফালোভীরা। ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করায় মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করেও সংকট কাটছে না। টিসিবির ট্রাক সেলেও বাজারে কোনো প্রভাব পড়ছে না। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাবের সভাপতি মনে করেন, এখনই ভারতের ওপর পেঁয়াজ নির্ভরশীলতা না কমাতে পারলে পরের বছরগুলোতেও একই অবস্থা হবে।
পেঁয়াজ বাজারের অস্থিরতা কাটছে না কোনভাবেই। ভ্রাম্যমান আদালতের অভিযান, বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি– কোন কিছুতেই বাগে আনা যাচ্ছে না পেঁয়াজের দাম। দাম বাড়ছে হু হু করে।
পেঁয়াজের দামের তারতম্য
মাত্র ৭ দিনে কেজিতে ৪০ টাকা বৃদ্ধি
দেশি পেঁয়াজ পাইকারিতে ১২০ টাকা
মিয়ানমারের পেঁয়াজ ১০৫ টাকা
মিশরের পেঁয়াজের দাম ৯০ টাকা
আমদানি কমায় দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পাইকারী ব্যবসায়ীরা। ভোক্তারা মনে করেন, ভারতের রপ্তানি বন্ধের প্রভাবের পাশাপাশি অসাধু পেঁযাজ সিণ্ডিকেট দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
কিন্ত প্রতিবেশি দেশ ভারত– মৌসুমে আবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলে দেশের কৃষকেরা তখন লোকসানে পড়বে।
তাই ভারত-নির্ভরতা কমাতে মৌসুমে পেঁয়াজ আমদানী নিষিদ্ধ করে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বেশি জোর দিতে হবে বলে মত বিশ্লেষকদের।