পেঁয়াজ রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ২১১২ বার পড়া হয়েছে
পেঁয়াজ রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। অনির্দিষ্টকালে জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে ভারত। নতুন আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল
থাকবে। ২০২৩ সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত, যা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। কিন্তু এ সময় শেষ হওয়ার আগেই পেঁয়াজ রপ্তানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল দেশটি। বিশ্বে ভারত সবচেয়ে বড় পেয়াঁজ রপ্তানিকারক দেশ। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের ওপর নির্ভরশীল।