পেঁয়াজের দাম বৃদ্ধিতে খুশি চাষীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
পেঁয়াজের দাম বৃদ্ধিতে খুশি ফরিদপুরের চাষীরা। প্রতিদিনই বাড়ছে দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০টাকা।
তবে পাইকারী বাজারে ৫ থেকে ১০ টাকা কম। পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরে ভরা মৌসুমেও পেঁয়াজের লাগামহীন দাম বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষের মাঝে। তবে সাধারণ মানুষ হতাশ হলেও ভাল দাম পেয়ে খুশি চাষীরা। এবছর ফরিদপুরে পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় ৪২ হাজার হেক্টর জমিতে। যা থেকে প্রায় ৬/৭ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।