পূর্ব শক্রতার জের ধরে দেড় শতাধিক গাছ জোর পূর্বক কর্তনের অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শক্রতার জের ধরে দেড় শতাধিক গাছ জোর পূর্বক কর্তন করার অভিযোগ করেছেন আব্দুল কাইয়ুম নামের এক কৃষক।
শুক্রবার রাতে উপজেলার নিমগাছি এলাকায় কৃষক আব্দুল কাইয়ুমের বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কৃষক আব্দুল কাইয়ুমের জমির সিমানায় লাগানো প্রায় ১০ ফিট লম্বা চার শতাধিক ইউক্যালিপটাস গাছের মধ্যে প্রায় দেড় শতাধিক গাছ কর্তন করে তার জমির পাশে ফেলে রাখে কে বা কারা। সকালে বাগানে গেলে তারা কর্তনকৃত গাছ গুলো দেখতে পায়। গাছের কারণে ভাটার চালায় ছায়া পড়ায় ভাটার মালিক আব্দুল কুদ্দুসের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গাছ গুলো রাতের আধারে কেটে ফেলা হয়েছে বলে তার ধারণা।