পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।
ফিলিস্তিনিদের করা এক মামলায় শেখ জারাহ অঞ্চলে বসবাসরত ৭০ টি পরিবারকে উচ্ছেদ করা হবে কি না সে বিষয়ে রায় দেবে ইসরায়েলের আদালত।এর আগে, মে মাসে অঞ্চলটি থেকে বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপনের নির্দেশনা দেয় দেশটির নিম্ন আদালত। সে সময় এই সিদ্ধান্তের প্রতিবাদে দু’টি দেশের মধ্যে সহিংসতায় নিহত হন অন্তত ২৫৬ জন ফিলিস্তিনি।এর ফলে মামলাটি পর্যবেক্ষণে রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও।এদিকে, অঞ্চলটিতে উচ্ছেদ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান। ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হলে তা যুদ্ধাপরাধের সামিল হবে বলেও সতর্ক করেন তিনি ।