পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক শ্রমিক সমিতি।
সকালে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি, চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো বাস রাজশাহীতে প্রবেশ করেনি। এতে করে ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা। জরুরি প্রয়োজনে যাত্রীদেরকে ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করতে হচ্ছে। তবে বাস চলাচল কি কারণে বন্ধ রয়েছে এ ব্যাপারে কিছু বলছেন না সংশ্লিষ্টরা।