পুলিশ সদস্য কোরবান আলীর মৃত্যুর জন্য দায়ী বাসচালক জাকির হোসেন ও বাস মালিক আলম খোকাকে গ্রেফতার করেছে রেব। রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
রেবের জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, দৈনিক ২ হাজার টাকার বিনিময়ে চালক জাকির হোসেনকে ওয়েলকাম পরিবহনের লোকাল বাসটি চালাতে দেয় মালিক আলম খোকা। সম্প্রতি বাংলামোটরে বাসটি চাপা দেয় মোটরসাইকেল আরোহী কোরবান আলীকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে মারা যায় সে। গেলো রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সাভার থেকে চালক এবং মালিককে গ্রেপ্তার করা হয়। গাড়িটির রোড পারমিট ছিল না বলেও জানায় রেবের আইন ও গণমাধ্যম উইংয়ের পরিচালক।