পুলিশ সদস্যদের কল্যাণে শপিংমল নির্মাণের ধারাবাহিকতায় নওগাঁয় উত্তরবঙ্গের সর্ববৃহৎ শপিংমল ও রেস্টুরেন্ট তৈরী করা হয়েছে।
বিকেলে বর্নাঢ্য রেলির মধ্য দিয়ে শপিং মলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। রেলীর উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এসময় তিনি জানান, এই শপিংমল থেকে নওগাঁয় যোগদান করা পুলিশ সদস্যরা শেয়ার ক্রয়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন। শুধু তাই নয়, এই শপিংমলে জেলার ৪০ জন শিক্ষিত যুবকের কর্মসংস্থানে ব্যবস্থা করা হয়েছে। নওগাঁর আদলে সারাদেশেই নির্মাণ করা হবে এমন শপিংমল ও রেস্টুরেন্ট।