পুলিশ মহাপরিদর্শক-আইজিপি হলেন রেবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ
- আপডেট সময় : ০৮:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক-আইজিপি হলেন এলিট ফোর্স রেবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’র বর্তমান প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রেবের ডিজি করা হয়েছে। এ সংক্রান্ত দুটি ফাইলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজ প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আগামী ১৫ এপ্রিল তারা দায়িত্বভার গ্রহণ করবেন।
২০১৫ সালের ৭ জানুয়ারি রেবের মহাপরিচালকের দায়িত্ব নেয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরিতে তার মেয়াদ রয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি। গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বেনজীর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রিও আছে তার। অন্যদিকে সিআইডির নেতৃত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।
দুই বছরের বেশি সময় ধরে আইজিপি’র দায়িত্ব পালন করা জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে ১৩ এপ্রিল।