পুলিশ পরিচয়ে অতিরিক্ত ডিআইজির গ্রামের বাড়িতে ডাকাতদলের হানা
- আপডেট সময় : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
গাজীপুরে থানা পুলিশ পরিচয়ে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল জলিলের গ্রামের বাড়িতে হানা দিয়েছে দুর্ঘর্ষ ডাকাতদল। অতিরিক্ত ডিআইজির বৃদ্ধ বাবা-মাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাত দল।
গেলো রাতে জেলার শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের বাড়ি থেকে অতিরিক্ত ডিআইজির ইউনিফর্মও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তাঁর বাবা আব্দুল বাতেন।এ ঘটনার পর পুরো গ্রামে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আশ্বাস দেন, লুট হওয়া মালামালসহ ডাকাত দলকে দ্রুত গ্রেপ্তার করা হবে।এছাড়াও একই রাতে পাশের ইন্দ্রবপুর গ্রামের আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে সপ্তাহে চারটি ডাকাতির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।