পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে শিক্ষার্থীদের টিকাদান দ্রুত শেষ করা হবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের টিকা কার্যক্রম যত দ্রুত সফল করা যাবে, তত দ্রত পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দিপুমনি। তবে টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি অবহেলা না করার পরামর্শ তার। স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকেই উন্নত মানের টিকার আওতায় আনা হবে।
১২ থেকে ১৭ বছরের শিশু কিশোরদের করোনার টিকা কার্যক্রম শুরু করলো সরকার।প্রথমদিন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম চলবে। মঙ্গলবার থেকে রাজধানীর কমার্স কলেজ,সাউথ পয়েন্ট স্কুল ও মিরপুরের স্কলাস্টিকা স্কুলসহ আরো ৭ টি কেন্দ্র থেকে এই কার্যক্রম পরিচালনা করা হবে। এরপর ২১ টি জেলায় দেয়া হবে এই টিকা। শুরুরদিনে করোনায় টিকা পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। খানিকটা ভারমুক্ত হলেন অভিভাবকরাও।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পুরোদমে শুরুর বিষয়টি নির্ভর করছে শিক্ষার্থীদের টিকা দেয়ার উপরে।১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই, মাধ্যমিক ও সমমানের সকল পরীক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হবে কিনা, তারও জবাব দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষের পথে।স্কুল কলেজের সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও এই কার্যক্রম চালানোর কথা জানান তিনি।
প্রতিটি কেন্দ্রে ২৫ টি করে বুথ থাকবে। প্রতিদিন টিকা দেয়া হবে ৪০ হাজার শিক্ষার্থীকে।