পুরোদমে কাজে ফিরেছে সারা দেশের চা-শ্রমিকেরা

- আপডেট সময় : ০১:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
দৈনিক মজুরি ১৭০ টাকা করার পর আজ থেকে পুরোদমে কাজে ফিরেছেন চা-শ্রমিকেরা। ধর্মঘট প্রত্যাহার করে আনন্দ মিছিল হয়েছে মৌলভীবাজারে।
আনন্দ-উল্লাস করেছেন হবিগঞ্জের চা-শ্রমিকেরা। সিলেটের ১৩৬টি বাগানে চা-শ্রমিকদের মাঝে দেখা গেছে কর্মচাঞ্চল্য।
স্বস্তি ফিরেছে বাগানমালিকসহ সংশ্লিষ্ট মহলে। নিয়ম অনুযায়ী রোববার চা-বাগানে সাপ্তাহিক বন্ধের দিন।
তাই আজ থেকে শ্রমিকেরা পুরোদমে কাজ শুরু করেছেন বলে জানান বিভিন্ন বাগানের শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকেরা। চা সংসদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, রোববার সাপ্তাহিক ছুটি থাকায় সব শ্রমিক কাজে যোগ দেয়নি। আজ থেকে শতভাগ বাগান কর্মচাঞ্চল্যে ভরে উঠবে। এর আগে মালিকদের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন। এ খবর জানার পর, কর্মসুচি প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন শ্রমিকরা।