পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক
- আপডেট সময় : ০৮:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবারের মতো হারালো বাংলাদেশ। রাওয়ালপিণ্ডি টেস্টে টাইগাররা জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। সাকিব-মিরাজের বোলিং তোপে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হলে, বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। যে লক্ষ্য হেসে-খেলে তাড়া করেছেন সাদমান ইসলাম ও জাকির হাসান। টেস্টে ২০তম, বিদেশের মাটিতে যা সপ্তম জয় বাংলাদেশের। ম্যাচসেরা মুশফিকুর রহিম- পুরস্কারের অর্থ বন্যার্তদের মাঝে বিলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
কিছু জয় স্বপ্নের মতো। কিছু জয় ছাড়িয়ে যায় স্বপ্নকেও। রাওয়ালপিন্ডি টেস্টে এমনই এক স্বপ্ন ধরা দিলো বাংলাদেশ শিবিরে। টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হারালো টাইগাররা– তাও ১০ উইকেটের বড় ব্যবধানে। সিরিজ শুরুর আগে যা স্বপ্নেও ভাবেনি, তাই করে দেখালেন সাকিব, মুশফিক, মিরাজ, লিটন, সাদমান ইসলামরা।
মূলতানে ২০০৩ সালেও সুযোগ তৈরী হয়েছিলো। কিন্তু সেবার পারেননি খালেদ মাহমুদ, মোহাম্মদ আশরাফুলরা। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ে ২১ বছর পর সে আক্ষেপ ঘোচালো টাইগাররা। বিদেশের মাটিতে ২০তম টেস্টে যা সপ্তম জয় সাকিব-মুশফিকদের।
পঞ্চম ও শেষ দিনের শুরুতেই পাক অধিনায়ক শান মাসুদকে ১৪ রানে ফিরিয়ে আশা জাগিয়েছিলেন হাসান মাহমুদ।
এরপর বাবর আজম, সৌদ শাকিল, আব্দুল্লাহ শফিক কিংবা আগা সালমান, কাউকেই সুযোগ দেননি বাংলাদেশী বোলাররা। আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে ৭০৭ উইকেট নেয়া আন্তর্জাতিক ক্রিকেটের সফলতম বাঁহাতি স্পিনার সাকিব, পেছেন ফেলেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে।
শাহীন আফ্রিদি, নাসিম শাহ’রাও দ্রুত ফিরেছেন, তবে জয়ের স্বপ্নে বাংলাদেশকে ভুগিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
তবে, দৃষ্টান্ত হতে পারেননি। ৫১ রানে রিজওয়ানকে ফিরিয়ে বাংলাদেশকে উৎসবে মাতান মেহেদী মিরাজ। মোহাম্মদ আলীর উইকেটও নিয়ে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দেন এই অলরাউন্ডার।
জবাবে যা হবার তাই হয়েছে। মাত্র ৩০ রানের লক্ষ্যে হেসে-খেলে জিতেছে বাংলাদেশ। অবিচ্ছিন্ন জুটিতে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়েন সাদমান ইসলাম ও জাকির হাসান।