পুত্রসন্তানের মা হলেন পরীমনি
- আপডেট সময় : ০৮:০০:০১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৭২৭ বার পড়া হয়েছে
অবশেষে কাটলো প্রতীক্ষার প্রহর। মা-বাবা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। তাঁদের কোলজুড়ে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পরীমনি ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্রসন্তান হলে রাজ্য।
অভিনেতা শরিফুল রাজ এ তথ্য এসএ টিভিকে নিশ্চিত করেছেন। সন্তান ও মা উভয়ে সুস্থ্য আছেন বলেও জানিয়েছেন তিনি।
প্রথমবার বাবা হলাম। এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবা হওয়ার খবর জানিয়ে শরিফুল রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে।
ছেলে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শরিফুল রাজ।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনী। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।























