পুতিনকে যুদ্ধ থেকে ফিরে আসতে অনুরোধ করেছেন মোদি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থেকে ফিরে আসতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সমরকন্দে সাংহাই কো অপরাশেন অর্গানাইজেশনের বৈঠকে তিনি এ অনুরোধ করেছেন।
পুতিনের উদ্দেশে মোদি বলেছেন, এখন যুদ্ধের সময় নয়। এর মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্টকে সাত মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধ থেকে ফিরে আসার প্রত্যক্ষ বার্তা দিয়েছেন। মোদি বলেন, এই যুগ যুদ্ধের নয়। ভারতের প্রধানমন্ত্রী যখন এ কথা বলছিলেন তখন পুতিন তার ঠোঁট চেপে ধরে মোদির দিকে এক মুহূর্তের জন্য তাকিয়েছিলেন। পরে পুতিন জানান, তিনি ইউক্রেন নিয়ে ভারতীয় নেতার উদ্বেগের বিষয়টি বোঝেন। কিন্তু সংঘাত অবসানের জন্য মস্কো সাধ্য অনুযায়ী সব কিছু করেছিল।