পুঁজিবাজারে গুটিকয় কোম্পানিকে ঘিরেই বাড়ছে শেয়ারের দাম
- আপডেট সময় : ০২:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
টানা দেড় মাসেরও বেশি সময় ধরে সূচকের উর্ধগতি পুঁজিবাজারে। তবে গুটিকয়েক কোম্পানিকে ঘিরেই বেড়েছে শেয়ারের দাম। বেশিরভাগ কোম্পানির শেয়ার এখনো পড়ে আছে ফ্লোর প্রাইসে।
বাজারের সাধারণ বিনিয়োগকারীরা জানান, বড় বিনিয়োগকারীরা সক্রিয় থাকলেও বাজারে সার্বিকভাবে শেয়ারের দাম বাড়ছে না। এদিকে, বাজার থেকে অর্থ হাতিয়ে নেয়ার নতুন চক্রের সক্রিয়তা দেখছেন অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ।
ওরিয়ন ফার্মার শেয়ারের দাম একমাসের ব্যবধানে বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ৯৬ টাকার শেয়ার একমাসেই উঠেছে দেড়শ’ টাকার কাছাকাছি। আর একমাসের ব্যবধানে ওরিয়ন ইনফিউশনের তিনগুণ দাম বেড়ে উঠেছে ৬শ’ টাকার উপরে।
একই সাথে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই ও বিডিকমসহ আরো কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি দৃষ্টি কেড়েছে সাধারণ বিনিয়োগকারীদের।
তারা বলছেন, গুটিকয়েক কোম্পানিকে নিয়ে চাঙ্গা পুঁজিবাজার। এতে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হলেও বেশিরভাগ বিনিয়োগকারীদের মাঝে ভর করেছে হতাশা।
অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদের মতে, বাজার থেকে অর্থ আত্মসাতের লক্ষ্যে একটি মহল কারসাজিতে জড়িত। এতে পুঁজিবাজারের প্রতি আস্থা নষ্ট হচ্ছে মানুষের।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লেনদেন ট্র্যাকিং করে কারসাজিতে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
পুঁজিবাজারে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়াতে এবং সবার আস্থা ফেরাতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন এ অর্থনীতিবিদ।