বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার ও তার সহযোগীদের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল আদালত। এ সময় ভারতের কেন্দ্রিয় আর্থিক গোয়েন্দা সংস্থা-ইডির আইনজীবী অরিজিত চক্রবর্তী উপস্থিত ছিলেন।
পরে তিনি গণমাধ্যমেক জানান, শেষ ১৪ দিনের রিমান্ডে কলকাতা ও আশপাশে পিকের আরও ৪৫টি সম্পত্তির খোঁজ জানা যায়। সেগুলো পি কে হালদারের থেকে তার ভাই প্রানেশ কুমার হালদারদের নামে ‘ট্রান্সফার’ হয়েছে। পরে, পিকের সহযোগী সুকুমার মৃধার নামে হস্তান্তরিত হয়। এর সঙ্গে বেনামি আরও ৮০ লাখ রুপি পিকে হালদারদের কাছ থেকে পাওয়া গেছে। এছাড়াও, আরেক অজ্ঞাত ব্যক্তির নামে একটি ফ্ল্যাট পাওয়া গেছে। বর্তমানে কর্ণাটক রাজ্যে থাকা ওই ব্যক্তির খোঁজ চলছে। পি কে হালদার স্বীকার করেছেন, ৫০-৬০টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন হতো তার। বাংলাদেশি নাগরিকরা অবৈধ ভাবে ভারতের পশ্চিমবঙ্গে অ্যাকাউন্টগুলো খুলেছিল।