পি কে হালদারের অন্যতম সহযোগী স্বপন মিস্ত্রির স্ত্রীকে ইডি’র জিজ্ঞাসাবাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৭১৩ বার পড়া হয়েছে
হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া পি কে হালদারের অন্যতম সহযোগী স্বপন মিস্ত্রির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা…ইডি।
দুপুরে কলকাতার ইডি দফতরে হাজির হন পূর্ণিমা মিস্ত্রি। সাথে ছিলেন তার আইনজীবী। পূর্ণিমাও দুদকের এজাহারভুক্ত আসামী। গণমাধ্যমের প্রশ্নের মুখে তিনি জানান, তাদের পরিবারকে ফাঁসানো হয়েছে। এ সময় তার বিরুদ্ধে দুদকের মামলা নিয়ে কিছুই বলতে চাননি তিনি। গেলো শনিবার তদন্তের স্বার্থে পূর্ণিমাকে জিজ্ঞাসাবাদের নোটিশ জারি করে ইডি। তার বিরুদ্ধে জাল কাগজপত্র ব্যবহার করে একাধিক আবাসন প্রকল্পে কোটি-কোটি রুপির ফ্ল্যাট কেনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তাছাড়া, পি কে এবং তার ৫ সহযোগী জেলে থাকা অবস্থায় তাদের যাবতীয় ব্যাংক লেনদেন করছেন পূর্ণিমা। সে কারণেই, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।