পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল? মানুষ জানতে চায়ঃ মঈন খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৮২ বার পড়া হয়েছে
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
এ সময় দলের স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারের বাণী নিভৃতে কাঁদে। জাতি এই হত্যাকাণ্ডের শোক বয়ে চলছে। বিলম্বে বিচার হলে সেই বিচারের মূল্য থাকে না। অপরাধী শাস্তি পাবে সে বিষয়ে কিছু বলার নেই। তবে দোষীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে না যায়। বিচার কাজে হস্তক্ষেপ করা কোনো পক্ষরেই উচিৎ হবে না। সঠিক বিচার হওয়া দরকার।
মঈন খান বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল? মানুষ তা জানতে চায়।