পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আঃ হালিম হাওলাদারের স্ত্রী সেতারা হালিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকাল দশটার দিকে সেতারা হালিমের মরেদহ তার সিআই পাড়ার বাসা থেকে উদ্ধার করে পুলিশ। বাসায় কাজ করতে আসা রঙ মিস্ত্রির মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে প্রতিবেশী ও স্বজনরা ভিড় করেন। ঘরের আসবাব এলোমেলো পড়ে থাকতে দেখা যায়। মরদেহ মেঝেতে লুটিয়ে ছিল। পুলিশের ধারনা, তাকে হত্যা করা হয়েছে। শহরের সিআই পাড়া সড়কের বাসায় একাই থাকতেন তিনি। একমাত্র ছেলে আমির খসরু ভয়েস অব আমেরিকা ঢাকা অফিসের সাবেক প্রতিনিধি। সেতারা হালিমের এ রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।