পিরোজপুরে এক সপ্তাহ ধরে দুই কলেজছাত্রী এবং দুই স্কুলছাত্রী নিখোঁজ
- আপডেট সময় : ১২:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৬৫২ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত এক সপ্তাহ ধরে দুই কলেজছাত্রী এবং দুই স্কুলছাত্রী নিখোঁজ বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ চার ছাত্রীর অভিভাবকরা পৃথকভাবে মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত রোববার ছাত্রীরা নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, গত বোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মেয়েরা। এরপর থেকেই তারা নিখোঁজ।
তাদের চারজনের মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। নিখোঁজ এক কলেজ ছাত্রীর মা জানান, তার মেয়ে ও মেয়ের বান্ধবী প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে যেত। খেলাধুলা অংশগ্রহণ শেষে ২-৩ দিনের পর তারা চলে আসত। কিন্তু গত ৩০ এপ্রিল বাড়ি থেকে যাওয়ার পর তাদের আর কোনো সন্ধান পায়নি।
তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। আরেক শিক্ষার্থীর বাবা জানান, তার মেয়ে গত ৩০ এপ্রিল সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে সে আর বাড়িতে ফেরেনি। তার মোবাইল ফোন বন্ধ। মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা থানায় আলাদা আলাদা ডায়েড়ি করেছেন। শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তাদের উদ্ধারে তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।