পিরোজপুরের বেলুয়া নদীতে জমে উঠেছে বৈঠাকাটা ভাসমান সবজি বাজার। জেলা শহর থেকে ৪৩ কিলোমিটার দূরের নাজিরপুর উপজেলায় বসে এ বাজার। ভোর ছ’টা থেকে নৌকায় সবজি সাজিয়ে বসেন বিক্রেতারা। নৌকায়-নৌকায় বেচা-কেনার এই দৃশ্যে বাণিজ্যের পাশাপাশি শৈল্পিক সৌন্দর্যও বিকশিত হচ্ছে বলে মনে করেন ক্রেতারা।
বর্ষাকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান বাজার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকায় পন্য সাজিয়ে বসে বিক্রেতারা। ক্রেতারাও আসেন নৌকা নিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণবন্ত হয়ে ওঠে বাজার।
এই অঞ্চলের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষক। তাদের উৎপাদিত ফসল বছরজুড়ে ভাসমান বাজারে কেনা-বেচা হলেও, বর্ষা ও শীত মৌসুমে জমজমাট থাকে বেশি।
ভাসমান বাজারের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসক।
প্রায় ৭০ বছর ধরে এ ভাসমান বাজারে সবজি, ধান ও চাল কেনা-বেচা করছেন স্থানীয় ২৫ গ্রামের কৃষক।