পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পথচারীসহ তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পথচারীসহ তিনজন নিহত হয়েছে ।আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দূর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে, ঢাকার পাটুয়াটুলি বোরকা ব্যবসায়ী সমিতির একটি পিকনিকের বাস দাউদকান্দির জিংলাতলী এলাকা অতিক্রম করার সময় রাস্তা পারাপারকারী এক পথচারীকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পড়ে যায়। এসময় ওই পথচারীসহ তিনজন নিহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।